সিনেমা মুক্তি পাচ্ছে না, তাতে কী! ভক্তদের হতাশ করতে চান না
অভিনয়শিল্পী আরিফিন শুভ। তাই ভিন্ন পরিবেশনা নিয়ে এই ঈদে দর্শকের সামনে
হাজির হবেন বড় পর্দার এই অভিনেতা। তাঁর নিজের কণ্ঠে গাওয়া গানের ভিডিও
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ঈদুল ফিতরে।
মনটা বোঝে না' শিরোনামে গানটি লিখেছেন কে জিয়া, সুর করেছেন ফুয়াদ আল
মুক্তাদির ও কে জিয়া। শুভ বলেন, 'এটি আমার দর্শক–ভক্তদের জন্য একটি চমক। এর
আগে অগ্নি ছবির জন্য কয়েক লাইন গেয়েছিলাম। আমি তো গানের মানুষ না। কিন্তু
যেকোনোভাবেই হোক এই কাজটি করা হয়েছে। এই ঈদে মিশন এক্সট্রিম ছিল ভক্তদের
জন্য আমার বড় উপহার। কিন্তু ছবি মুক্তি দেওয়া গেল না। তাই এই গানটি তাঁদের
জন্য ছোট্ট উপহার।'
অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও কণ্ঠ বেশ ভালো শুভর। ভালো গিটারও বাজান।
কিন্তু এভাবে কোনো দিন নিজের কণ্ঠের গান দর্শক শ্রোতাদের সামনে ভিডিও আকারে
প্রকাশিত হয়নি। কাজটি প্রসঙ্গে এই অভিনেতা জানালেন, বছর দেড়েক আগে
যুক্তরাষ্ট্রে গানটি করা হয়েছে। তিনি বলেন, 'ফুয়াদ আমার দীর্ঘদিনের পরিচিত
বন্ধু। আগে থেকেই যুক্তরাষ্ট্রে থাকেন। বছর দেড়েক আগে একটি কাজে সেখানে
গিয়েছিলাম আমি। ওই সময় তাঁর সঙ্গে দেখা হয়। তাঁর পীড়াপীড়িতেই কাজটি করেছি।'
অভিনয়শিল্পী আরিফিন শুভ। ছবি: প্রথম আলোএই
গানটি নিয়ে বেশ বড় পরিকল্পনা ছিল শুভর। কিন্তু ঈদে প্রকাশ করবেন বলে সে
পরিকল্পনা আপাতত বাদ। শুভ বলেন, 'ইচ্ছা ছিল দেশের বাইরে বেশ জাঁকজমকভাবে
শুটিং করব। কিন্তু ঈদে গানটি ভক্তদের উপহার দিতে চাই, তাই এই করোনার মধ্যে
ওভাবে কাজটি করার সুযোগ হচ্ছে না।'
শুভ জানান, এই বন্ধের মধ্যেই বাসায় বসে শুটিং শেষ করেছেন। বাসায়
ক্যামেরা ছিল। ক্যামেরা চালিয়েছেন তাঁর স্ত্রী অর্পিতা। তিনি বলেন,
'অর্পিতা আগে থেকেই ফটোগ্রাফি করে। তাই কাজটা করতে সহজ হয়েছে। ভালোই হয়েছে।
ভক্তদের খারাপ লাগবে না।'
'মনটা বোঝে না' গানের ভিডিওটি আরিফিন শুভর নিজের ইউটিউব চ্যানেলে
প্রকাশিত হবে। কবে প্রকাশিত হবে? জানতে চাইলে আরিফিন শুভ বলনে, 'আপাতত
সম্পাদনার কাজ চলছে। এরপর কালার ও গ্রাফিকসের কাজ হবে। প্রকাশের তারিখ এখনই
বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত ঈদকে কেন্দ্র করেই প্রকাশিত হবে ভিডিওটি।
গান প্রকাশের আগে বাকি সব তথ্য আমার ফেসবুক পেজ থেকে জানা যাবে।'
0 Comments:
Post a Comment