আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা।
এআইজি সোহেল রানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও সদিচ্ছা এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বল্পতম সময়ের মধ্যে এই আয়োজন সম্ভব হয়েছে। এ ছাড়া হাসপাতালটি স্বল্পতম সময়ে বন্দোবস্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীনের বিশেষ ভূমিকা রয়েছে।
করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক সুচিকিৎসার জন্য আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বহুমাত্রিক পদক্ষেপ হাতে নিয়েছেন। তিনি এ বিষয়ে ইউনিট প্রধানদেরকে সময়ে সময়ে নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় ইমপালস হাসপাতাল সংযোজন সেই প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ।
পুলিশ সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর এই উদারতা ও ভালবাসার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
0 Comments:
Post a Comment