এদিকে মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে
বলেন, করোনাভাইরাস নিয়ে যেসব নির্বাহী আদেশ তিনি জারি করেছেন, সেসব আদেশের
বিরুদ্ধে হুমকি দেওয়া সত্ত্বেও তিনি পিছু হটবেন না। চলতি সপ্তাহে আরেকটি
‘স্টে হোম’ আদেশের বিরুদ্ধে বিক্ষোভের কথা রয়েছে বলে স্থানীয় সংবাদপত্র
সূত্রে জানা যায়।
গত ৩০ এপ্রিল মিশিগানের রাজধানী ল্যান্সিংয়ের ক্যাপিটাল ভবনের সামনে শত
শত স্টে হোম আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় অনেককে আগ্নেয়াস্ত্রসহ দেখা
যায়। পরিস্থিতি দেখে ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা আতঙ্কিত হয়ে সরকারি
ভবনে আগ্নেয়াস্ত্রের অনুমতি দেওয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় মিশিগানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৩ জন মারা
গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। এ পর্যন্ত মিশিগানে মারা গেছেন ৪
হাজার ৫৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন মোট ৪৭ হাজার ৫৫২ জন। মিশিগান স্টেট
সূত্রে এ তথ্য জানা গেছে।
১১ মে থেকে মিশিগানের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান খুলেছে। তবে
রাজ্যের বড় তিনটি মোটর কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস ও ফিয়াট ক্রাইসলার ১৮
মে থেকে খুলবে বলে জানা গেছে।
Tuesday, May 12, 2020
Home »
» হুমকিতেও ‘স্টে হোম’ সিদ্ধান্তে পিছু হটবেন না মিশিগানের গভর্নর
0 Comments:
Post a Comment