কনা
মেঘ দুপুরটা বুকের ভেতর কাঁপতে থাকে
আনকোড়া সুখ,রঙিন মোড়ক আদর আঁকে।
পুকুরপাড়ে দাঁড়িয়ে একা,দৃষ্টি উঠোন ওপার
দাওয়ায় তুমি হাত বাড়িয়ে....অপেক্ষা কার?
জলের উপর জলের শব্দে চকিত জেগে উঠি
শাপলা লতায় খলসেপোনার উছল ছুটোছুটি।
ভরদুপুরে আকাশজোড়া মেঘ করেছে মেঘ
ভেতর-ভেতর বান ডেকেছে জমানো আবেগ।
ভেজা হাওয়ায় জারুলকন্যা উড়াল নাও ভাসালো
এলিয়ে পরা ধঞ্চেবনে আলতো বৃষ্টি এলো।
এমন অবুঝ আলোর দিনে ও সবুজ প্রাণের ছেলে,
মুঠোভরা কাঁঠালচাঁপার সুবাস এনে দিলে
বলবে,কেন তাকিয়ে উঠোন ওপার?
ভিজে মাটির পিছল বাঁকে
কেউ তোমাকে ভীষণ দেখে
তার হৃদয়ে জলস্বরে বাজে নূপুর রুপার !
0 Comments:
Post a Comment