সবুজ পাতায় বৃষ্টি ভালবাসি তাই
চৈত্রের কড়া ঝাঁঝেও
তোমার চোখে তাকিয়ে হে আকাশ
ভেসে উঠে মনের ভিতর,বারান্দায়
পড়ন্ত বিকেলে বৃষ্টিকে নিয়ে বৃষ্টির জলে
হারানোো দিনের সেই সুখস্মৃতি,
মধুময়তায়।
যখনই চোখ বুঁজি এই বুঝি তুমি
পাশে এসে দাড়ালে রাখলে হাতে হাত
নামল যেন শীতল জলের শীতল ছোঁয়া
আমার ছেলেবেলার সেইহারিয়ে যাওয়া
কাদামাখা বৃষ্টি ভালবাসার।
চৈত্রের কড়া ঝাঁঝেও
তোমার চোখে তাকিয়ে হে আকাশ
ভেসে উঠে মনের ভিতর,বারান্দায়
পড়ন্ত বিকেলে বৃষ্টিকে নিয়ে বৃষ্টির জলে
হারানোো দিনের সেই সুখস্মৃতি,
মধুময়তায়।
যখনই চোখ বুঁজি এই বুঝি তুমি
পাশে এসে দাড়ালে রাখলে হাতে হাত
নামল যেন শীতল জলের শীতল ছোঁয়া
আমার ছেলেবেলার সেইহারিয়ে যাওয়া
কাদামাখা বৃষ্টি ভালবাসার।
0 Comments:
Post a Comment